অনুচ্ছেদ
বন্ধুত্ব অনুচ্ছেদ
বন্ধুত্ব
অনুচ্ছেদ
মানুষ সামাজিক জীব। সমাজে চলতে-ফিরতে বন্ধুর সাহায্য একান্ত প্রয়োজন। সেক্ষেত্রে একজন ভালো বন্ধু একান্ত কাম্য। আত্মীয়তার বন্ধন ব্যতীত বন্ধুত্ব হলাে দু’জন ব্যক্তির ভাবগত সম্পর্ক। এটি মানুষের ওপর আল্লাহর আশীর্বাদ। দুজন মানুষের মনের মিলনের ওপর নির্ভর করে এ সম্পর্ক গড়ে ওঠে। এটি সুখের মাত্রা বাড়িয়ে দেয়, আবার দুঃখের সময় কষ্ট লাঘব করতে সাহায্য করে।


বন্ধুরা আমাদের সফলতার আনন্দে অংশীদার হয়। আবার দুঃসময়েও আমাদের সাথে থাকে এবং বিভিন্ন উপায়ে কষ্ট লাঘব করতে চেষ্টা করে। বন্ধুত্ব কখনাে কখনাে দীর্ঘদিনের সংস্পর্শ চলাফেরায়ও হয়ে থাকে। মানব সৃষ্টির সূচনালগ্ন থেকে বন্ধুত্বভাব চলে আসছে। দু’জন, লােকের মধ্যে বন্ধুত্ব থাকলে অনেক ভালাে কাজ করা যায়। যাহােক, সত্যিকার বন্ধুর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা থাকা প্রয়ােজন। সত্যিকার বন্ধুত্ব নিঃসার্থভাবেই হয়ে থাকে। আসল বন্ধু সবসময় পাশে থাকে। এমন অনেক বন্ধু আছে যারা সুসময়ে পাশে থাকে কিন্তু বিপদে আর থাকে। এটা স্বার্থপরতার পরিচয়। তাই বন্ধু নির্বাচনে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে স্কুলজীবনে বন্ধু নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সহপাঠীর আচার-আচরণ, চলা-ফেরা, বংশ পরিচয় দেখে বন্ধু নির্বাচন করা উচিত। পরিবারের অভিবাবকদের উচিত তাঁর সন্তান কেমন সহপাঠীদের সাথে মিলামিশা করছে সে বিষয়ে লক্ষ্য রাখা।