স্কুল শেষে বাসায় ফিরছিল এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী। গত শনিবার দুপুরের দিকে অপহরণকারীরা তাকে ফিল্মি স্টাইলে প্রাইভেটকারে তুলে নেয়। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যপাড়া এলাকায়। সেই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।
ওই রাতেই ছাত্রীকে ছেড়ে দেওয়া হলেও অপহরণকারী গ্রেপ্তার না হওয়ায় সমালোচনার ঝর উঠে। গতকাল মঙ্গলবার অপহরণ চক্রের মূল হোতা জসিম উদ্দিনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায় ভিডিওটি দেখার পর তারা ছায়াতদন্ত শুরু করে। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। পরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে বখাটে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে আরও জানা যায়, জসিম বিদেশে ছিল। দেশে এসে সে দীর্ঘদিন ধরে মেয়েটিকে স্কুলে ও কোচিংয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। তাকে প্রেমের প্রস্তাবও দেয়। কিন্তু এতে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পনা অনুযায়ী শনিবার দুপুর আড়াইটায় স্কুল শেষে বাসায় যাওয়ার পথে জসিম ও তার সহযোগী ইরফান এবং আশিক ওই ছাত্রীকে টানাহ্যাঁচড়া করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। তারা মেয়েটিকে আটকে রেখে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। এরপর সন্ধ্যার দিকে জসিম তার এক নিকটাত্মীয়ের বাসায় তাকে নিয়ে যায়।
তিনি বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমে প্রকাশ ও এলাকায় জানাজানি হওয়ায় জসিম ছাত্রীকে রাত ৮টায় ছেড়ে দিয়ে
পালিয়ে যায়। পরে সে রাজধানীর বাড্ডায় তার এক স্বজনের বাসায় আত্মগোপন করে। অপহরণে ব্যবহূত প্রাইভেটকারটি জসিম তার এক আত্মীয়ের কাছ থেকে ভাড়া নিয়েছিল।