
পত্র লিখনঃ তোমার কলেজে ইদানীং অনুষ্ঠিত নবীনবরণ উদযাপনের বিবরণ জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো।
পত্র লিখন
রায়পুর, নরসিংদী
২০.০৮.২০১৯
প্রিয় আসিফ
পত্র হাতে পেয়ে আমার পক্ষ থেকে গ্রহণ করিও উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তুমি ভালো আছো। কিছুদিন আগে আমাদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানটি অনেক মজার ছিল। সেই কারণে আমি তোমাকে লিখতে বাধ্য হচ্ছি। আশা করি অনুষ্ঠানের কথা জানতে পেরে তোমারও ভালো লাগবে ।
গত ১১ তারিখ সোমবার আমাদের কলেজে একাদশ শ্রেণির নতুন ছাত্রদের বরণ প্রসঙ্গে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাননীয় জেলা প্রশাসক নুরুল ইসলাম খান। তাছাড়া এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । তারপরই শুরু হয় নবীনদের বরণের পালা। পূর্বঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠানের দিন সকাল ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । ঐ দিন আমাদের কলেজের সমস্ত ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। ফলে কলেজের সব ছাত্র, শিক্ষক, কর্মচারীর উপস্থিত হওয়া সহজ হয়েছিল। নবাগত প্রতিটি ছাত্রের হাতেই ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন মাননীয় অতিথি। তাদের উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করে শোনায় আমাদেরই বন্ধু লিমন। নবাগত ছাত্রদের পক্ষ থেকেও প্রতিভাষণ পাঠ করা হয়। তারপরে বিভিন্ন গুণিজনের বক্তব্যের পালা শুরু হয়। তাদের বক্তব্যে নিয়মানুবর্তী, অধ্যবসায়ী, সৎ হওয়ার কথা বেশি ফুটে উঠেছে। তাছাড়া ফুলরূপী এ বিদ্যাপীঠ থেকে তারা যাতে বিদ্যারূপী মধু সংগ্রহ করে তাদের জীবনের পূর্ণ বিকাশ ঘটায় তার কথাও বলা হয়েছে। বিকালের দিকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি ছিল তখন, যখন একসাথে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যের তালে পুরো রঙিন ক্যাম্পাস মুখর হয়েছিল। মনে মনে বার বার আনন্দের ঢেউ উঠেছে। তুমি সাথে থাকলে আরো মজা হতো। ঠিক আছে। আজ আর নয়। সময় করে আমাদের এখানে বেড়াতে এসো ।
তোমারই বন্ধু
নজরুল ইসলাম
আরও পড়ুনঃ ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র