টেক নিউজ

টেলিটকে বন্ধ সিমে এখন সবচেয়ে কম কলরেট

Daraz cupon Code
Rate this post


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন।

যারা টেলিটক সিম ব্যবহার করেছেন কিন্তু বর্তমানে বন্ধ তাদের জন্যে  টেলিটক নিয়ে এসেছে নতুন অফার। টেলিটক দিচ্ছে দেশের সবচেয়ে কম কলরেটে ৪৫ পয়সা/মি.

আসুন দেখে নেই কি কি থাকছে টেলিটক বন্ধ সিমে:
১. টেলিটক বন্ধ সিমে ১৯ টাকা রিচার্জেই ১২ মাসই মধুমাস।
২. ২ জিবি ডাটা ফ্রি (৭ দিন মেয়াদ)
৩. ২০ মিনিট ভয়েস ফ্রি যেকোনো অপারেটরে (৩ দিন মেয়াদ)
৪. ৪৫ পয়সা কলরেটে যেকোনো অপারেটরে ৩০ দিন পর্যন্ত
এছাড়া আরো পাচ্ছেন প্রতিমাসে ২২ টাকা রিচার্জে বছরজুড়ে পাচ্ছেন ২৮ জিবি ডাটা ফ্রি।

আপনার সিমটি বন্ধ সিম অফারের অন্তর্ভুক্ত কিনা তা জানতে আপনার টেলিটক নাম্বারটি লিখে SMS করুন ১১২ নম্বরে (চার্জ ফ্রি)
অফারটি পাওয়ার জন্যে গ্রহককে ১৯ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জকৃত ১৯ টাকা গ্রহকের মূল একাউন্ট ব্যালেন্সে যোগ হবে।

বন্ধ সিমের আওতাভুক্ত গ্রহকগণ প্রতিমাসে ২২ টাকা রিচার্জে একবার (১২ মাসে সর্বোচ্চ ১২ বার ) ২ জিবি ফ্রি ডাটা (মেয়াদ ৭ দিন ) এবং ৪৫ পয়সা/মিনিট  কলরেট সুবিধা (৩০ দিন ) উপভোগ করবেন।
রিচার্জকৃত ২২ টাকা গ্রহকের মূল একাউন্ট ব্যালেন্সে যোগ হবে।
সকল ট্যারিফ এ সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ প্রযোজ্য।  অফারটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button