
![]() |
জাতীয় শোক দিবস অনুচ্ছেদ |
প্রিয় শিক্ষার্থী, তোমারা জেনে থাকবে অনুচ্ছেদ লিখন বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ একটি বিভাগ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস অনুচ্ছেদটি নিয়ে হাজির হলাম। তাহলে চলো অনুচ্ছেদটি দেখে নেই।
জাতীয় শোক দিবস অনুচ্ছেদ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা। বাঙালি তথা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত এ নেতাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করা হয়। এ দিনটিকেই জাতীয় শােক দিবস হিসাবে পালন, করা হয়। বেদনামিশ্রিত অশ্রুগাথা জড়িয়ে আছে এ দিনটির সাথে। জাতি এ দিনটির যন্ত্রণার ভার বইছে দীর্ঘদিন ধরে। জাতির পিতাকে হত্যা করে তার বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। জাতির পিতার হত্যার পর সামরিক ও বেসামরিক যে সরকারই এসেছে জাতির পিতা হত্যার বিচারের বেলায় তারা ছিল নির্লিপ্ত। তার হত্যাকারীদের খুঁজে বের করার উদ্যোগ কারাের মাঝে ছিল না। ১৯৯৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জাতির পিতার হত্যার বিচারের দিকে বিশেষ নজর দেন। তারা ১৫ আগস্টকে জাতীয় শােক দিবস হিসাবে ঘােষণা দেন। এরপর থেকে দিনটি জাতীয় শােক দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এ দিন জাতির পিতার সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভােজের আয়ােজন করা হয়। বিভিন্ন টিভি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের জনগণ বিশেষ সংখ্যা প্রকাশ করে। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কিছু জিজ্ঞাসা
- [accordion]
- জাতীয় শোক দিবস কী?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করা হয়। এ দিনটিকেই জাতীয় শােক দিবস হিসাবে পালন, করা হয়।
- ইনডেমনিটি অধ্যাদেশ কী?
- জাতির পিতাকে হত্যা করে তার বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়।
- জাতীয় শোক দিবস কী?