
চাঁদ দেখার দোয়াঃ প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। ২৪ তারিখ হতে শুরু হচ্ছে মাহে রমজান। রমজানের চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা শুরু হবে। দেখে নিন রমজানের চাঁদ দেখলে কোন দোয়াটি পড়তে হয়।
রমজানের চাঁদ দেখার দোয়া বাংলা উচ্চারণ
আল্লা-হু আকবার, আল্লা-হুম্মা আহিল্লাহু ‘আলাইনা বিলআমনি ওয়ালঈমানি ওয়াস্সালা-মাতি ওয়াল-ইসলা-মি, ওয়াত্তাওফীকি লিমা তুহিব্বু রব্বানা ওয়া তারদ্বা, রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ।
[box type=”note” align=”” class=”” width=””]আরও পড়ুনঃ রোজা নিয়ে ৮ টি প্রশ্ন-উত্তর যা সকলের জানা উচিত | মাহে রমজান[/box]
অর্থঃ আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এই নতুন চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব্ব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব্ব এবং তোমার (চাঁদের) রব্ব।
(তিরমিযী ৫/৫০৪, নং ৩৪৫১; আদ-দারিমী, শব্দ তাঁরই, ১/৩৩৬। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৭।)
[box type=”note” align=”” class=”” width=””]আরও পড়ুনঃ রমজান মাসে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল[/box]
রমজানের চাঁদ দেখার দোয়া বাংলা আরবি
اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، وَالتَّوْفِيقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ
রমজানের চাঁদ দেখার দোয়া ছবি
