Uncategorized

কাপড়ে মাড় দিতে হয় কেন? মাড় প্রয়োগের ৫টি নিয়ম লিখ

Daraz cupon Code
Rate this post

কাপড়ে মাড় দিতে হয় কেন? মাড় প্রয়োগের ৫টি নিয়ম লিখ

কাপড়ে মাড় দিতে হয় কেন? মাড় প্রয়োগের ৫টি নিয়ম লিখ



কাপড়ে মাড় দিতে হয় কেন?

কাপড়ের চাকচিক্য ও উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কাপড়ে মাড় দিতে হয়। অপরিছন্ন পোশাককে দৌত করার পরে কাপড়ে মাড় দিয়ে হয়।  এতে কাপড়ে কাঠিন্য ভাব ফুটে উঠে। বিভিন্ন উপাদান দিয়ে কাপড়ে মাড় দেওয়া যায়। যেমন: 

ক) ভাবের মাড়, 
খ) ময়দা 
গ) এরারুট 
ঘ) বার্লি প্রভৃতি 

মাড় প্রয়োগের ৫টি নিয়ম

পরিমাণমতো এবং সঠিক নিয়মে মাড় দিলে ধোয়া নরম পোশাকে কাঠিন্য ও নতুনত্ব ফায়ার আসে। তাই মাড় প্রয়োগে নিচের ৫টি নিয়মেরে প্রতি লক্ষ্য রাখা উচিত:

১. পোশাকে মাড় ব্যবহারের পূর্বে মাড় ছাকনি অথবা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। 
২. পোশাক উল্টো করে মাড়ে  ভিজাতে হবে। 
৩. ভারী পোশাকে হাল্কা এবং পাতলা পোশাকে ঘন মাড় দিতে হয়। 
৪. মাড় প্রয়োগের পর পোশাকটি ভালো করে শুকাতে হবে তা না হলে গন্ধ সৃষ্টি হতে পারে। 
৫. মাড় দেওয়া কাপড় টান টান  করে রোদে শুকাতে দিতে হবে তা না হলে শুকনো কাপড় ইস্ত্রি করতে কষ্ট হয়। 


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button