
পত্র লিখনঃ তোমার কলেজে নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখো।
পত্র লিখন
কলেজ ছাত্রাবাস, বগুড়া
০৯.০৪.২০২১
প্রিয় রুমা
পত্রের শুরুতেই গ্রহণ করিও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমার বন্ধুদের নিয়ে ভালোই আছো। অনেক দিন ধরে তোমার সাথে পত্রের আদান-প্রদান হয়নি। সে কারণে এবং গত সপ্তাহে আমাদের কলেজে অনুষ্ঠিত নববর্ষ উদযাপনের আনন্দ তোমার সাথে শেয়ার করার জন্য আজ লিখছি। গত ৩ তারিখে বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের কলেজে ব্যাপক আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছিল। নববর্ষকে সামনে রেখে পুরো ক্যাম্পাসটি ভিন্নরূপ নিয়েছিল। বেলা এগারোটায় সম্মানিত জেলা প্রশাসকের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়। বাঙালির জাতীয় জীবনে এ দিনটির গুরুত্বের কথা তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রাথমিক পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে অন্যান্য আলোচকদের মধ্যে আমাদের বাংলা বিভাগের রাশে স্যার, রণজিৎ স্যার উপস্থিত ছিলেন। তাছাড়া কথাসাহিত্যিক আনিসুল হকও উপস্থিত ছিলেন। বিকাল ৩টার দিকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন প্রকার সংগীত ও নৃত্যের তালে তালে গোটা পরিবেশ এক অপূর্ব রোমাঞময় হয়ে উঠেছিল। তাছাড়া কলেজ প্রাঙ্গণে যেহেতু মেলা জমেছিল, ফলে সেখানে ছিল দর্শনার্থীদের প্রচুর ভিড়। অনেক ছাত্রছাত্রীর পাশাপাশি আমরাও পান্তা- ইলিশের স্টল দিয়েছিলাম। এর মাধ্যমে আনন্দলাভের পাশাপাশি যথেষ্ট পরিমাণ অর্থের ভাগিদার হয়েছিলাম।
সারাটা দিনই আমরা এক আনন্দপূর্ণ পরিবেশে নিমজ্জিত ছিলাম । আশা করি তুমিও দিনটিকে উপভোগ করেছ আজ আর নয় । তোমার বন্ধুদেরকে আমার শুভেচ্ছা জানিও
তোমারই বান্ধবী
আফরোজা আক্তার আঁখি