পত্র লিখন

ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র

Daraz cupon Code
4.3/5 - (9 votes)

পত্র লিখনঃ তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো।

পত্র লিখন

হোমনা, কুমিল্লা
১২.১০.২০২২

প্রিয় মুস্তাকীম
আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি তোমার দিনকাল ভালোই কাটছে। আর আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি। মুস্তাকীম, তুমি তো জানো আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল লালবাগ কেল্লা পরিদর্শন করা। দীর্ঘ প্রতীক্ষার পর গত মাসের ১৫ তারিখ সেই আকাঙ্ক্ষিত দিনটি আমার কাছে ধরা দিয়েছিল। শীতকালীন অবকাশ যাপনের অংশ হিসেবে আমি পুরান ঢাকায় আন্টির বাসায় বেড়াতে গিয়েছিলাম। আর সাথে সাথে সুযোগ পেয়ে লালবাগ কেল্লা দেখার শখটি হাতছাড়া করলাম না। তাই সেই বিষয়ে আজ তোমাকে লিখছি ।

তুমি জেনে খুশি হবে যে, আমাদের সাথে মুর্শেদ ও কায়েসও ছিল। আমরা সকাল ১০টায় তিনজনে মিলে টিকিট কাটার পরে কেল্লার ভেতরে প্রবেশ করি। কায়েস যেহেতু একটু রোম্যান্টিক স্বভাবের, সেহেতু ক্যামেরা নিতে ভুল করেনি। তিনশ’ বছরের পুরনো মোগল আমলের স্মৃতি বিজড়িত এ কেল্লা দেখে আমরা প্রথমে অভিভূত হয়ে গেলাম। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এ স্থাপত্য মধ্যযুগের সৌন্দর্যপিপাসু রাজা, বাদশাহদের কথা স্মরণ করিয়ে দেয়। তুমি জানো যে এটি সুবেদার শায়েস্তা খান সতেরো শতকে নির্মাণ করেন। দুর্গের অভ্যন্তরের মোহনীয় পরিবেশ সবার হৃদয় কাড়ে। তাছাড়া দুর্গের দরবার হল, মসজিদ, ফোয়ারা, পরিবিবির স্মৃতিসৌধ প্রভৃতি স্মৃতিপটে বারবার হাতছানি দিচ্ছিল। তাছাড়া আমরা সেখানে মোগল আমলের অনেক স্থাপত্য নিদর্শন তথা তীর ও ধনুক, তরবারি, ঢাল, বন্দুক, মুদ্রা, শিলালিপি, বিভিন্ন মৃৎপাত্র, তৈজসপত্র ও নানা রকম চিত্রকর্ম দেখলাম। প্রতিটি স্থাপত্য নিদর্শনের ভেতরেই অসাধারণ শৈল্পিক নিপুণতা লুকিয়ে আছে। তুমি জেনে আরো অবাক হবে যে, পুরো দুর্গটি বিভিন্ন প্রকার রং-বেরঙের আলোতে সজ্জিত। প্রতিটি নিদর্শন দেখার সময় নতুন নতুন অনুভূতি পেলাম। একপর্যায়ে সময় শেষ হয়ে এলো। মন না চাইলেও আমাদেরকে বের হতে হলো। আশা করি, তুমিও সময়মতো এই আনন্দ উপভোগে অংশ নেবে। আজ আর নয়। ভালো থেকো ।

তোমারই বন্ধু
আরিফ আনজুম সৌরভ


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button