
ঈদের চাঁদ দেখার দোয়া: প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। ঈদুল ফিতর ও আযহা চাঁদ দেখার উপর নির্ভর করে। চাঁদ দেখার পর একটি দোয়া পড়তে হয়। আসুন দোয়াটি দেখে নেই।
ঈদের চাঁদ দেখার দোয়া বাংলা উচ্চারণ
আল্লা-হু আকবার, আল্লা-হুম্মা আহিল্লাহু ‘আলাইনা বিলআমনি ওয়ালঈমানি ওয়াস্সালা-মাতি ওয়াল-ইসলা-মি, ওয়াত্তাওফীকি লিমা তুহিব্বু রব্বানা ওয়া তারদ্বা, রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ।
অর্থঃ আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এই নতুন চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব্ব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব্ব এবং তোমার (চাঁদের) রব্ব।
(তিরমিযী ৫/৫০৪, নং ৩৪৫১; আদ-দারিমী, শব্দ তাঁরই, ১/৩৩৬। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৭।)
[box type=”shadow” align=”” class=”” width=””]আরও পড়ুনঃ নফল রোজা আদায় করবেন যেভাবে জেনে নিন । নফল রোজা আদায়ের নিয়ম কি?[/box]
ঈদের চাঁদ দেখার দোয়া আরবি
ঈদের চাঁদ দেখার দোয়া ছবি
