
ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর একজন রোজাদারের কাছে ঈদের আনন্দ এক নতুন মাত্রা এনে দেয়। কিন্তু আপনি জানেন কি ঈদুল ফিতরের ১৩টি সুন্নাত রয়েছে। যদি না জেনে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
ঈদুল ফিতরের ১৩ টি সুন্নাত
১. ঈদের দিন ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ।
২. মেসওয়াক করা ।
৩. গোসল করা ।
৪. যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা ।
৫. শরীআতসম্মতভাবে সাজ-সজ্জা করা ।
৬. খুশবূ লাগানো ৷
৭. ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্ট দ্রব্য খেয়ে যাওয়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের নামাযে যাওয়ার আগে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে নিতেন ।
৮. আগে ঈদগাহে যাওয়া ।
৯. ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতির (ফেতরা) না দিয়ে থাকলে দিয়ে
যাওয়া ।
১০. ঈদগাহে যেয়ে ঈদের নামায পড়া । বিনা ওজরে মসজিদে না পড়া ।
১১. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ।
১২. যাওয়ার সময় এই তাকবীর আস্তে আস্তে পড়তে পড়তে যাওয়া-

১৩. এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন ।
- যেখানে ঈদের নামায পড়া হবে সেখানে ঐ দিন অন্য কোনো নফল নামায পড়া মাকরূহ, তা ঈদের নামাযের পূর্বে হোক বা পরে । আর ঈদের নামাযের পূর্বে ঘরেও কোনো নফল নামায পড়া মাকরূহ । তবে হ্যাঁ ঈদের নামাযের পর ঘরে নফল নামায পড়া যায়, তা মাকরূহ হবে না।
আশা করি ঈদুল ফিতরের সুন্নাত সম্পর্কে আপনারা অবিহিত হয়েছেন। লিখাটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।