কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

ই-কার্ড কী ?

Rate this post

ইলেক্ট্রনিক  কার্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-কার্ড। এটিকে পোস্টকার্ড অথবা শুভেচ্ছা বার্তাও বলা হয়। সাধারণত ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে ইলেক্ট্রনিক ডিজাইনের মাধ্যমে একে অপরের মধ্যে শুভেচ্ছা বা আমন্ত্রণ জানানোর জন্য এটি ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ই-কার্ড যেমন :ফ্লাশ অ্যানিমেশন ,ভিডিও ,মোবাইল,ওয়েব বেজড়সহ বিভিন্ন ইকার্ড রয়েছে। তুমি নিজে কম্পিউটারে ই-কার্ড তৈরি করে সেটি ইমেলে পাঠাতে পারো। আবার ইন্টারনেট থেকে ই-কার্ড সংগ্রহ করে তোমার প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারো। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button