
পত্র লিখনঃ ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ জানিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র।
পত্র লিখন
বারহাট্টা, নেত্রকোনা
১৫/০৫/২০২১
পত্রের শুরুতেই আমার আদর আর স্নেহাশিস গ্রহণ করিও । আশা করি তোমরা বাড়ির সবাই ভালোই আছো। পত্রের মাধ্যমে জানতে পারলাম তোমার পরীক্ষার ফলাফল ভালো হয়েছে । আর সেই ফলাফলে আব্বু তোমার প্রতি খুশি হয়ে তোমাকে ল্যাপটপ কিনে দিয়েছেন। আর তারই প্রেক্ষিতে তুমি আমার কাছে এর যথার্থ ব্যবহার সম্পর্কে জানতে চেয়েছো। তোমার এই জানার আগ্রহ দেখে সত্যিই আমি আনন্দিত। আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এ রকম বুঝে-শুনে পা বাড়ালে আমাদের আর এত দৈন্য-দশা থাকত না। বেশ, তুমি তো জানো, বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। আর বিজ্ঞানের আধুনিক প্রযুক্তির সর্বশেষ বিস্ময়ের ধাপ হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হলো এমনই একটি কানেকশন যার বিস্তৃতি হলো সারা বিশ্বব্যাপী। এই ইন্টারনেট কানেকশনের মাধ্যমে তুমি বিশ্বের লাখ লাখ ব্যক্তি, প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সম্পর্ক গড়ে তুলতে পারো । তাছাড়া ইন্টারনেট হলো এমন একটি ব্যবস্থা, যা একজন মানুষের চোখের সামনে জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র জগৎ উন্মোচিত করে দেয়।
[box type=”note” align=”” class=”” width=””]আরও পড়ুনঃ বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র[/box]
তুমি ঘরে বসেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও ব্যবসা সম্পর্কিত তথ্য মুহূর্তেই পেতে পারো। তাছাড়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, ফরম পূরণ, অনলাইনে পণ্য কেনাবেচা, চাকরিসংক্রান্ত তথ্য, কৃষি, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে তুমি এই ইন্টারনেটের মাধ্যমে অবহিত হতে পারো। তাছাড়া ইন্টারনেটের সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক, টুইটার প্রভৃতির তুমিও একজন সদস্য হতে পারো। তবে এ ব্যাপারে তোমাকে বন্ধু নির্বাচনে কড়া সতর্ক থাকতে হবে। তাছাড়া আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি ইন্টারনেটের খারাপ দিকগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে। মোটকথা শুধু ভালো ও কল্যাণের দিকগুলো মাথায় রেখে তোমাকে ইন্টারনেট ব্যবহার করতে হবে।
আজ আর নয়। তোমার প্রতি শুভ কামনা রইল।
তোমার ভাইয়া
নাসিরুল ইসলাম
আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।